শিরোনাম
২২ মার্চ, ২০২৩ ২১:৪১

হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

অনলাইন ডেস্ক

হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের প্রতিনিধিদল।

হজের খরচ কমানো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

বুধবার (২২ মার্চ) দুপুরে সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহায়ক মো. নিজাম উদ্দীনের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।

স্মারকলিপিতে হজযাত্রীদের খরচ ৪ লাখ ৫০ হাজার টাকা পুনর্নির্ধারণ, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে এখন থেকে কার্যকরী পদক্ষেপ নিতে দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি এ বিএম রাকিবুল হাসান ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মো. নেছার উদ্দিন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর