মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বইমেলা, কোরআন তিলাওয়াত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার রতনপুর এলাকায় রতনপুর সেন্ট্রাল স্কুলে বইমেলা, কোরআন তিলাওয়াত ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর কিন্ডারগার্ডেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি ও রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলাম। এসময় এলাকার বিভিন্ন স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়রা বই মেলায় অংশ নেয়।
শহীদদের আত্মার মাগফেরাতের জন্য কোরআন তিলাওয়াত, দোয়া ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই