গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সোমবার (২৭ মার্চ) দুপুরে গাজীপুর ডুয়েট শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান কিরণ।
এসময় এ এস এম সফিউল আজম, নির্বাহী প্রকোশলী মো. কাজল, নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর মো. নাছির উদ্দিন মোল্লাসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রিপারেশন অব আরবান ডেভেলপমেন্ট প্ল্যান ফর গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া প্রকল্পের আওতায় জরিপ পর্যায়ের কর্মশালায় নগরীর বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন এবং কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে পরিকল্পনার উদ্যোগ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ