১১ এপ্রিল, ২০২৩ ১৬:২৫

রংপুরে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা

ফাইল ছবি

রংপুরসহ আশপাশ এলাকায় প্রতিদিনই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তের শেষ চৈত্র জানান দিচ্ছে গ্রীষ্মের কড়া আগমনী বার্তা। গত এক সপ্তাহে তাপমাত্রা বেড়েছে ৪/৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বত্রই এখন কাঠফাটা গরমের হাঁসফাঁস ভাব বিরাজ করছে।

রংপুর আবহওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৩৫ দশমিক ৬ ডিগ্রি, রবিবার ৩৫ দশমিক ১ ডিগ্রি শনিবার ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে।

আবহাওয়া অফিসের মতে, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। প্রকৃতিতে গ্রীষ্মের আবহ বিরাজ করায় অনেকের ফ্যান-এসি ব্যবহার বেড়েছে।

দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, একটু শীতল পরশের জন্য অনেকেই চাতক পাখির মতো ছটফট করেছে। অনেকে শীতল হতে শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন শো রুমে ঢুকে এটা-ওটার দাম জিজ্ঞাস করার ফাঁকে একটু শীতল হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিনই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর