আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৈধ কোনো প্রার্থী ভোটগ্রহণের পূর্বে মৃত্যুবরণ করলে সেই পদের নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ভোট বাতিলের ওই নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের পূর্বে বৈধভাবে মনোনীত কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তির দ্বারা বাতিল করে দেবেন। রিটার্নিং অফিসার গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন।রিটার্নিং অফিসারের নিকট হতে অবহিত হওয়ার পর কমিশন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট পদে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন এবং কমিশনের ওই সিদ্ধান্ত অনুসারে রিটার্নিং অফিসার নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।
তবে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে সাব্যস্ত হয়ে থাকলে এবং তিনি তার প্রার্থিতা প্রত্যাহার না করে থাকলে তাকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন