রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি মারা গেছেন। বুধবার দুপুর ১টায় নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেজা আশ্রমে তিনি মারা যান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে খুকিকে দেখতে আসেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, দিল আফরোজ খুকি মারা গেছেন। খুকি'র পরিবারের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত