রাজধানীর শাহজাহানপুরে জ্যামে আটকে থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে গেলে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় শান্তিনগর ফরচুন মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পুলিশের ধারণা, সিলিন্ডার লিকেজ থেকে প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে। দগ্ধ চারজনকেই চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন-মাসুম পারভেজ (৪২), তার স্ত্রী মাসুম পারভিন (৩৮), ছেলে নাফিজ পারভেজ আজান (১৩) ও মেয়ে জান্নাত (১০)।দগ্ধদের শরীর ৫ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসক এসএম আইউব হোসেন।
মাসুম পারভেজের ভাই মাসুদ পারভেজ জানিয়েছেন, তার ভাই গাড়ির ব্যবসা করেন। তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্ট। তারা সপরিবারে মার্কেটে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাইভেটকারের সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই