বরিশালে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী ৩-৪ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তাপপ্রবাহের কারণে হাঁসফাঁস করছে দক্ষিণের প্রাণীকূল।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে গত মঙ্গলবার বরিশালে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর ১০ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিন মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে তিনি জানান।
তাপপ্রবাহের কারণে গত কয়েকদিন ধরে বরিশালের জনজীবন বিপন্ন। দিনের বেলা সূর্যের তাপে অতিষ্ঠ প্রাণীকূল। অতি প্রয়োজন ছাড়া প্রখর রোদ মাথায় নিয়ে ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। পেটের দায়ে কাজে নেমে হাঁসফাঁস অবস্থা দিনমজুরদের।
বিডি প্রতিদিন/এমআই