বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজ দেশের মানুষের অধিকার হারিয়ে গেছে, মানুষের স্বাধীনতা নেই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর শান্তিনগরস্থ আব্দুস সালামের নিজ বাসভবনে ‘চেতনায় বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপরাষ্ট্রপতি সাবেক সংসদ সদস্য আব্দুল রহিম।
এতে কার্যকরী সভাপতি বাবর আলী রানী বাবুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদের সঞ্চালনায় সহ সাংগঠনিক সম্পাদক আসিফ ইমামের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে চেতনা বাংলাদেশের কমিটির সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত