বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের সমর্থনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগে মেয়র সাদিক আবদুল্লাহ বিরোধী হিসেবে পরিচিতি যুবলীগ নেতা বিসিসির ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার এবং ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম দিপুর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সাগরদী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে আমতলা, বাংলাবাজার, জিলা স্কুল মোড় হয়ে অশ্বিনী কুমার হল চত্ত্বর প্রদক্ষিণ করে ফের বান্দ রোড হয়ে সাগরদী এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল থেকে ‘খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা, খোকন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, খোকন ভাইকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
একই সময়ে নগরীর বিএম কলেজ এলাকায় খোকন সেরনিয়াবাতের পক্ষে আনন্দ মিছিল করেছে মেয়র সাদিক বিরোধী গ্রুপ হিসেবে পরিচিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও তার অনুসারীরা।
তবে এই দুটি মিছিলে মহানগর আওয়ামী লীগ কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
খোকন সেরনিয়াবাতের পক্ষে মিছিলকারীরা বরিশাল আওয়ামী লীগে সাদিক বিরোধী এবং সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী হিসেবে পরিচিতি।
এদিকে বিসিসিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর চুপসে গেছেন বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ অনুসারীরা। মনোনয়ন ঘোষণার পর তার পক্ষে প্রতিক্রিয়া জানানোর কাউকে খুঁজে পাওয়া যায়নি। চোখ লজ্জায় আড়ালে আবডালে চলছেন তারা।
বিডি প্রতিদিন/এএ