গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ১১০টি কিন্ডার গার্ডেন স্কুলের দুই ধাপে পাঁচটি বিষয়ের উপর শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানের সভাপত্বিত করেন প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. বায়েজিদ হোসেন। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক সংগঠক মো. রাকিব উল ইসলাম, প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহিনুর আক্তার, গাজীপুর সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান আজহারুল ইসলাম সরকার লিখন, সামি মর্ডান স্কুলের প্রতিষ্ঠাতা হাজী শফিজ উদ্দিন, সিনথিয়া প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহিদুল ইসলাম, আফাজ উদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবু ইউসুফ, কালামপুর এইচএস কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলামসহ প্রমুখ।
এসময় বক্তারা প্রশিক্ষণে অংশ গ্রহণকারী উপজেলার ১১০টি কেজি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/এমআই