ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, `ঈদের পর এক দফার গণআন্দোলন। আওয়ামী লীগ অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যদি মৃত্যু হয়, রাজপথে মৃত্যু হবে, তারপরও আওয়ামী ফ্যাসীবাদী অপশক্তিকে উৎখাত করে ঘরে ফিরবো।’
শনিবার রাজধানীর জনসন রোড স্টার কাবাবে ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, ‘আওয়ামী লীগ একটা অনির্বাচিত সরকার, তারা বিনা ভোটের সরকার। তারা পুলিশের সহায়তায় ক্ষমতায় এসেছে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘অবশ্যই আমরা এই আওয়ামী অপশক্তিকে পরাজিত করে আন্দোলনের মাধ্যমে দেশে জনগণের সরকার কায়েম করবো। সেই আন্দোলনের নেতৃত্ব দেবে জনগণ।’
সূত্রাপুর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ সাহেদ মন্টুর সভাপতিত্বে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কাজী আবুল বাসার, বিএনপির গণ ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির শামসুজ্জামান সুরুজ, হামিদুর রহমান হামিদ, মোহাম্মদ মোহন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু (দফতর সম্পাদক), সাব্বির আহমেদ আরেফ, ফরিদ উদ্দিন আহমেদ, আবদুল কাদের, মো. নাজিম, মো. ওমর নবী বাবু, জাভেদ কামাল রুবেল, আক্তার হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ