আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বিধায় জনগণ অপ্রতিরোধ্য উন্নয়নের সুফল ভোগ করছে। তাই আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার কোন বিকল্প নাই।
শনিবার ঢাকা-১৪ আসনের ১২নং ওয়ার্ডের টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টোলারবাগ সমাজকল্যাণ সমিতির সভাপতি রফিক সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগাঁ খান মিন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোবাশ্বের হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মুরাদ হোসেন, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আবু তাহেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত