খুলনায় অটোরিকশাচালক মো. রাফি ইসলাম হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর জিরোপয়েন্ট ও ময়লাপোতা ডালমিল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সাব্বির, সজীব, রহিম, স্বপন ও আরিফ শেখ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার দুপুরে নগরীর লবণচরা থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে রাফি ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. এনামুল হক বলেন, সোমবার গভীর রাতে লবনচরা এলাকা থেকে আরও ইজিবাইক ছিনতাই করার জন্য ঘুরছিলেন সাব্বির, সজীব, রহিম ও স্বপন। এটা দেখে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন তাদের আটক করে থানায় নেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্প্রতি সময়ে লবণচরা এলাকায় ইজিবাইক চালক রাফি হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে আরিফ শেখকেও গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর রাফির অটোরিকশাটি কয়েক অংশ করে বটিয়াঘাটা এলাকায় বিক্রি করে দেন তারা। অটোরিকশার ব্যাটারিও উদ্ধার করা হয়েছে। ব্যাটারিটি বিক্রি করা হয় আরিফ শেখের কাছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ