রাজধানীর এলিফ্যান্ট রোডে উদ্বোধন হলো মালয়েশিয়ার বৃহত্তম ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট। মঙ্গলবার বিকালে সিক্রেট রেসিপির ১৭তম এই আউটলেটটির উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দায়ান।
শুভেচ্ছা বক্তব্যে মুতাসসিম দায়ান বলেন, ‘গ্রাহক সেবার মান বজায় রেখে প্রিমিয়াম সেবার মাধ্যমে সিক্রেট রেসিপি ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাদ্য নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। গুণগত মান অক্ষুণ্ন রেখে সিক্রেট রেসিপি আরো বৃহৎ পরিসরে ব্যবসা পরিচালনা করবে। ঢাকা এবং চট্রগ্রামের পরে এবার কক্সবাজারে সিক্রেট রেসিপি আউটলেট চালু করতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সিক্রেট রেসিপি সবসময় গ্রাহকদের চাহিদার উপর প্রাধান্য দিয়ে থাকে । আর তাই তো এবার গ্রাহকের চাহিদা প্রাধান্য দিয়ে এলিফ্যান্ট রোডে প্রিমিয়াম প্রপার্টি প্লাজা সেন্ট্রালে এ চালু করল সিক্রেট রেসিপি।’ সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে এস এম মহিতুল বারী বলেন, ‘মানের ব্যাপারে আমরা আপোষহীন। গ্রাহকদের বেস্ট ফুড ও বেস্ট সার্ভিস প্রদানই আমাদের লক্ষ্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের ডিএমডি মো. আসিফ জহির, ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর। এছাড়া মিডিয়া ব্যক্তিত্ব ফারাবি হাফিজ, ফারজানা বিথী, সুনেরাহ বিনতে কামাল, নুসরাত প্রিয়ম, আসিন জাহান ও আনিশা রোজেন।
সিক্রেট রেসিপির উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে ১০% ডিসকাউন্ট। এছাড়াও সিক্রেট রেসিপির যেকোনো আউটলেটে ঈদ উপলক্ষে ডেজার্টের ওপর মাসব্যাপী অফার চলছে।
বিডি-প্রতিদিন/শফিক