রাজশাহীতে মোটরসাইকেল চালককে সড়কে থেঁতলে দিয়ে পালিয়ে গেছেন ট্রাক্টর চালক। বুধবার দুপুরে পবার রামচন্দ্রপুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ট্রাক্টরটি আটক করতে পারেনি। তবে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মতিউর রহমান (৪০)। তিনি পবা উপজেলার কৈপুকুরিয়া গ্রামের মুন্তাজ আলীর ছেলে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মোটরসাইকেল চালক শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। এতে তিনি সড়কে ছিঁটকে পড়েন। পরে তাকে সড়কেই থেঁতলে দিয়ে পালিয়ে যান ট্রাক্টর চালক। রামচন্দ্রপুর হাট সড়কে এ ঘটনা ঘটে। এতে সেখানেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। পরে খবর পেয়ে পুলিশ যায় এবং নিহতের লাশ উদ্ধার করে।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে মতিউর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া বর্তমানে ওই ট্রাক্টর চালককে শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত