‘শেয়ার ইউর হ্যাপিনেস ক্যাম্পেইন’-এর মাধ্যমে বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা উপহার দিয়েছে বাচ্চাদের-ই ক্লদিং শপ ‘হ্যালো জুনিয়র’। বিশেষ এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ ছিল-এতে ক্রেতারা তাদের বাচ্চাদের হাত দিয়েই সুবিধাবঞ্চিত শিশু ও পথশিশুদের মাঝে জামা বিতরণ করে।
এতে তাদের মধ্যে সমানুভূতি, ভাতৃত্ববোধ ও দায়িত্বশীলতা চর্চার সুযোগ তৈরি হয়। ফলে অদূর ভবিষ্যতে তারা আরো গভীরভাবে সামাজিক পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করতে সক্ষম হবে।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে মাসজুড়ে হওয়া এই বিশেষ ক্যাম্পেইনে শুধুমাত্র শিশুদের পরিধেয় জামা-ই প্রদান করা হয়নি। বরং তাদের সঙ্গে একদিন বসে ইফতারের আনন্দও ভাগাভাগি করেছে ‘হ্যালো জুনিয়র’ টিম, কোম্পানিটির গ্রাহক ও তাদের বাচ্চারা। রাজধানীর বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিলড্রেন-এ ‘শেয়ার ইউর হ্যাপিনেস ক্যাম্পেইন’-এর ইফতার আয়োজনটি সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই