চলমান আন্দোলন বেগবান করে আগামীতে রাজপথে আন্দোলন সংগ্রামে শ্রমিকরা সামনের সারি থেকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন মানে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেওয়া। নেতারা বলেন, বুকের রক্ত দেবো তবুও বাংলাদেশে আর কোনদিন নিশিরাতের ভোটের খেলা খেলতে দেয়া হবে না। ঈদের পর যে আন্দোলন আসবে জাতীয়তাবাদী শ্রমিকদল ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দেবে।
বুধবার নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক শ্রমিকদের মাঝে ঈদ উপহার ( নগদ অর্থ) বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের পরিচলানায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শাহ আলম, শরিফুল ইসলাম আউয়াল, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন খান, মো. জাকির হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, আরিফ হোসেন খান, জসিম উদ্দিন সহ ঢাকা মহানগীর দক্ষিণ আওতাধীন থানাসমূহের আহবায়ক সদস্য সচিব এবং ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় ঢাকা মহানগীর ২৪টি থানা ও ৬৮টি ওয়ার্ড ও দক্ষিণের রিক্সা শ্রমিকদল, দরজি, হোটেল, ঘাট শ্রমিকদলের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করা হয়
বিডি প্রতিদিন/এএ