ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মা ও দুই শিশুসহ আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহতরা হলেন-সাদিয়া (৩৫), তার দুই মেয়ে সাফা (১১) ও সামিয়া (৭)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন