দেশের একটি অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি র্যাংগস ই-মার্ট-এর সাথে পার্টনারশিপ করেছে এলজি ইলেকট্রনিক্স। এজন্য এলজি ডুয়্যাল ইনভারর্টার আরএসি এবং পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার- এই পণ্যগুলো র্যাংগস ই-মার্ট-এ পাওয়া যাবে।
গত রবিবার র্যাংগস ই-মার্ট গুলশান শোরুমে এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বিডি শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, হেড অব কঞ্জিউমার ইলেকট্রনিক্স আশিকুল ইসলাম এবং এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার শাহরিয়ার রেজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাংগস ই-মার্ট এর নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান এবং হেড অব সেলস অ্যান্ড প্রোডাক্ট মো. রাশেদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/শফিক