নারায়ণগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঈদের জামাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ ঈদ জামাতে লক্ষাধিক লোকের জমায়েতের আশাবাদী আয়োজকরা।
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আপনারা জনেন করোনা মহামারীর কারণে আমরা গত তিন বছর এই ঈদের জামাত করছিলাম না। এটা প্রচুর ব্যয়বহুল। প্রতি বছর বেশকিছু মানুষ এগিয়ে আসেন এবারও এগিয়ে এসেছেন। এবার আগের চেয়ে অনেক সুন্দর করে করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ঈদের জামাত হবে। অন্তত সৌন্দর্যের দিক থেকে।
তিনি বলেন, এখানে দেড় লাখ স্কয়ার ফিট জায়গা। মেইন রোডের ওপরও তাৎক্ষণিকভাবে টেন্ট করা হবে। এখানে ফ্যান লাগানো হবে। নিচে আমরা কার্পেট দিচ্ছি। আমাদের লোকজন অনেক পরিশ্রম করছেন।
তিনি আরও বলেন, এই এক দেড় লাখ লোক আল্লাহর দরবারে নামাজ পড় হাত তুলবেন। আল্লাহ এদিন দেয়ার জন্য বসে থাকেন। দল মত নির্বিশেষে সবাই আমরা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবো। আমাদের এই ঈদের জামাত পড়াতেন নূর মসজিদের ইমাম। আজ তিনি নেই। তার অভাব আমরা সবাই বুঝছি। কাল হয়তো আমরা থাকবো না ঈদের জামাত পড়তে পারবো কীনা তাও জানি না। তাই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, আমাদের মহিলারা চান ঈদের জামাত পড়তে। মক্কা মদিনায় হলে এখানে কেন হবে না। আমি মুরুব্বিদের পরামর্শ নেবো। যদি সম্ভব হয় আগামী বছর ওসমানী স্টেডিয়ামের অপর অংশ নিয়ে মহিলাদের জামাতের ব্যবস্থা করবো। যেহেতু ধর্মীয় ব্যাপার আমি জানি না। সেহেতু জেনে তারপর সিদ্ধান্ত নেবো। ঈদের নামাজ সকাল ৮টায় শুরু হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত