বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এবং মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লি প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।
জামাত শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও আওয়ামী লীগ প্রার্থী খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার প্রার্থনা করা হয়।
এদিকে বরিশালে ঈদের সর্ববৃহত জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৯টায় চরমোনাই দরবার শরীফ মাঠে। জেলার গুঠিয়া বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
জেলা মডেল মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয় জামাত, চকবাজার এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল সাড়ে ৯টায় দ্বিতীয়, জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় জামাত এবং জেলা পুলিশ লাইনস মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ