গাজীপুরের টঙ্গীতে ঈদ উপলক্ষে পাঁচ শতাধিক পথশিশুদের মাঝে নতুন পোশাক ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গী স্টেশনরোড এলাকায় সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে অন্তিম আলো ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
আরও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, রোটারিয়ান মো. মামুন, রোটারিয়ান মো. ফারুক, থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মনির আহম্মেদ, মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য কাইয়ুম সরকার ও মহানগর পরিবহন শ্রমিকলীগের সভাপতি লিটন মহাজন প্রমুখ। পোশাক বিতরণ শেষে প্রধান অতিথি নিজে শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই