গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) এবারের নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আরো একজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এনিয়ে সোমবার বিকেল পর্যন্ত মেয়র পদে মোট ১০ জন প্রার্থী এবং কাউন্সিলর পদে মোট ৪০১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এদিন পর্যন্ত মেয়র পদের কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়লেও কাউন্সিলর পদে মোট ৩২ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
জেলা নির্বাচন অফিসার ও গাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে সোমবার বিকেল পর্যন্ত ১০ জন মেয়র পদে প্রার্থীতার জন্য তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: আজমত উল্লা খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী গাজী আতাউর রহমান, গণফ্রন্ট এর প্রার্থী আতিকুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো: রাজু আহম্মেদ সহ স্বতন্ত্র প্রার্থী ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, সরকার শাহনুর ইসলাম, আবুল হোসেন, মো: হারুন অর রশীদ ও মোকলেছুর রহমান রয়েছেন। তবে এদিন পর্যন্ত তারা কেউ মনোনয়নপত্র জমা দেননি।
অপরদিকে নির্বাচনে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩১৬ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র একইদিন পর্যন্ত জমা দিয়েছেন।তিনি আরো জানান, গত ৫ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় হলো ২৭ এপ্রিল, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৩০ এপ্রিল এবং প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ মে। আগামী ২৫ মে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৩৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ৭২১জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৪২ জন এবং হিজড়া ১৮ জন।
বিডি প্রতিদিন/হিমেল