আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, গাজীপুরসহ ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা জনগণের ভোট পাবে না ভেবে নির্বাচনে অংশ নেয় না, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
আজ গাজীপুরের কাশিমপুর, কোনাবাড়ী এলাকায় সিটি নির্বাচনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের পক্ষে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
এসএম কামাল বলেন, গাজীপুরের তৃণমূলের নেতাকর্মীরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। নৌকার প্রার্থী অনেক জনপ্রিয়, পরিচ্ছন্ন ব্যক্তি। কাজেই গাজীপুর সিটির জনগণ নৌকাকেই বেঁছে নেবে। কারণ নৌকা মার্কা হলো স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দেওয়ার কারণে উন্নয়ন হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে সিটি নির্বাচনে আবারও নৌকায় ভোট দেবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে রিমোট চেপে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন দেখে। তাদের এই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। দেশের বাইরে ও ভেতরে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। সমূলে উৎপাটন করা হবে।
এসময় গাজীপুর নৌকার প্রার্থী মহানগর আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানসহ মহানগর, জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত