বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. আব্দুল্লাহ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহর গ্রামের বাড়ি বরিশাল জেলার পাতারহাট থানার চর মাইশাক গ্রামে। পরিবারসহ সে ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।
আজ দুপুরে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যায় এবং ২০৪ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজনদের বরাতে এসআই আব্দুল আওয়াল আরও জানান, নিহত আবদুল্লাহ শনিবার একটি দুইতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে ওঠেছিল। পরে সেখান থেকে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। একপর্যায়ে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ