নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজী আমির হোসেনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সংসদ সদস্যের ছেলে আজমেরী ওসমান, নাসিক ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, যুবলীগ নেতা মহসিন ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে নাসিম ওসমানসহ ওসমান পরিবারের প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ