৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতাররা হলেন- অমিত হাসান ও ইব্রাহীম খলিল। দারুস সালাম থানার জেলা শিক্ষা অফিসের মেইন গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দারুস সালাম থানার জেলা শিক্ষা অফিসের মেইন গেইট সংলগ্ন ফুটপাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অমিত ও ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ কেজি গাঁজা। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম