রাজধানীর জুরাইনের শ্যামপুর নতুন রাস্তা এলাকায় সড়ক থেকে সিজার হোসেন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মহর আলী গণমাধ্যমে বলেন, রবিবার ভোররাতে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনও কারণ আছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ বলা যাবে।
নিহতের বাবা রবিউল ইসলাম গণমাধ্যমে বলেন, আমার ছেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকসা আদিনি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। সে গ্রামেই থাকতো। তিন মাস ধরে ঢাকায় থাকছে।
তিনি বলেন, অটোরিকশা চালিয়ে আমি সংসার চালাই। ছেলেও ঢাকায় এসে আমার সঙ্গে অটোরিকশা চালাতো। আমার বাসা কামরাঙ্গীরচর চর নার্সারি গলিতে। শনিবার রাত সাড়ে ১০টায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় সে। রাত সাড়ে ১২টার দিকে সে জানায় যে এলাকার একজন ৫০০ টাকা বিকাশে পাঠাবে। আমি বলেছি টাকাটা উঠিয়ে আসো। কিছুক্ষণ পর ছেলে জানায় টাকা এখনও পায়নি। তারপর তার সঙ্গে আর কোনও কথা হয়নি। রবিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে ছেলের লাশ দেখতে পাই।
তিনি বলেন, দুষ্কৃতকারীরা আমার ছেলেকে হত্যা করে তার ব্যবহৃত মোবাইল ও অটোরিকশাটি নিয়ে গেছে। আমি এর বিচার চাই। সিজারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
বিডি প্রতিদিন/এএ