মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
ঢাকা-৪ আসনের জাপা দলীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যেগে সোমবার বিকেলে রাজধানীর শ্যামপুরের জুরাইনে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে শ্যামপুর-কদমতলীর থানা জাতীয় পার্টি।
এতে বাবলার নির্বাচনী এলাকা ঢাকা-৪ এর জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গণমিছিলটি জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনের সড়ক থেকে শুরু হয়ে দোলাইরপাড় মোড় ঘুরে জুরাইন রেলগেট চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির শ্যামপুর থানার সভাপতি কাউসার আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, জাতীয় পার্টি শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানার সিনিয়র সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, শ্যামপুর থানার সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।
বিডি-বিডি-প্রতিদিন/বাজিত