মে দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বিভাগীয় শ্রম অধিদফতর। সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নানকিং দরবার হলে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক আমিনুল হক, উপপরিচালক মনিরুল আলম, উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম, সহকারী পরিচালক মিজানুর রহমান ও আল মুতাদ্দিদুল ইসলাম।
এছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শ্রমিক ফেডারেশন। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
বিডি প্রতিদিন/এমআই