বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে বিশাল শোডাউন করেছে মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ অনুসারীরা। শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিশাল সমাবেশ এবং মিছিল করে নৌকার সমর্থনে শো ডাউন করলো তারা। এর আগে সকালে শ্রমিক লীগের অপর পক্ষের এক সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।
আজ বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর নৌকার বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। সমাবেশ আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়। মহানগর সভাপতি জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলটি সদর রোড, নাজিরের পোল, বাকলা, বাজার রোড, চকবাজার এবং ফজলুল হক এভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, ডাক দিয়েছেন সাদেক ভাই, ঘরে থাকার সময় নাই এবং নৌকা-নৌকা’ সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। তবে এই মিছিল কিংবা সমাবেশে ছিলেন না আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।
মিছিল শেষে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহঙ্গীর বলেন, মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার সমর্থনে মিছিল হয়েছে। সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল