রাজধানীর বংশাল ও যাত্রাবাড়ী এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার দুইজন হলেন- হাবিব হোসেন (৪৫) ও মো. নুরুল হক (৫৩)। র্যাব জানায়, গ্রেফতাররা আদালতের দেওয়া রায়ে দণ্ডপ্রাপ্ত। তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। গ্রেফতারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার র্যাব-১০-এর একটি দল রাজধানীর বংশাল সাত রওজা আনন্দ বেকারি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হাবিব হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সোমবার (১ মে) যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ