গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় স্ত্রী আছমা আক্তারকে (৩৬) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নুরুল হককে (৫৩) গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতার নুরুল হক মানিকগঞ্জ জেলা সদর উপজেলার মেঘ শিমুল গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
নুরু মিয়া স্ত্রী ও ৮ বছরের ছেলেকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর কুদ্দুসনগর এলাকার লাবিব ভিলার ৭ম তলায় পশ্চিম পাশের ফ্লাটে বসবাস করতেন। আছমা আক্তার চট্টগ্রামের হালিশহরের হাজার দিঘীর পাড় গ্রামের মোস্তফার মেয়ে।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, নিহতের বাবা মোস্তফা মিয়া তার মেয়ের স্বামী নুরু মিয়াকে আসামি করে জিএমপির কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে র্যাব আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তাকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ ডি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই কোনাবাড়ী থানায় সোপর্দ করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে।কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, জানা গেছে, পারিবারিক বিষয়াদী নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো আছমার। বুধবার রাত আড়াইটার দিকে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাত আড়াইটার দিকে আছমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। এ সময় ছেলে নাহিদ মিয়া (৮) ঘুমিয়ে ছিল। শুক্রবার গ্রেফতার আসামি নুরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ