রাজধানীর মোহাম্মদপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শাহজাহান (৫৭) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে চালক শাহজাহানের চালানো অবস্থায় প্রাইভেটকারটি তাজমহল রোডের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অচেতন অবস্থায় শাহজাহানকে ফায়ার সার্ভিসের সাহায্যে গাড়ির গ্লাস ভেঙে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক