১৩ মে, ২০২৩ ০২:৩৪

রাজধানীতে স্যানিটারি মিস্ত্রির হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীতে স্যানিটারি মিস্ত্রির হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে স্যানিটারি মিস্ত্রি ইমরান হত্যায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। তার নাম মো. শহিদ মিয়া

শুক্রবার (১২ মে) গোয়েন্দা মতিঝিল-বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ মে রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায়, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন লোক ইমরানকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত আড়াইটায় মারা যান ইমরান। এ ঘটনায় পরদিন সোমবার খিলগাঁও থানায় ইমরানের ভাই মামলা করেন। 

তিনি আরও জানান, মামলাটি ছায়াতদন্ত করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শহিদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় জড়িত পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, গ্রেফতার শহিদকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর