রাজধানীর সবুজবাগের পূর্ব রাজারবাগ এলাকার একটি বাসায় ধ্রুব সরকার (১৯) নামে এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত ধ্রুব সরকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়ার জয় গোপাল সরকারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব রাজারবাগ ১২/ডি নম্বর বাড়িতে থাকতেন।
সোমবার (১৫ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজার আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৪ মে) দিনগত রাতে বাবা-মায়ের সঙ্গে রাগারাগির পর অভিমান করে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ধ্রুব। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ