বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওযামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের জন্য আমাকে প্রেরণ করেছেন। আসন্ন নির্বাচনে মেয়র পদে জয়ী হতে পাড়লে বরিশাল সিটি কর্পোরেশন হবে নগরবাসীর জন্য উন্মুক্ত। নগরবাসীর কাধে অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। মানুষ আর লাঞ্ছিত, বঞ্চিত হবেন না। প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোয়া বরিশালের জনগণের কাছে পৌঁছে দিতে নৌকার পক্ষে থাকার আহবান জানান তিনি।
সোমবার সন্ধ্যায় নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেনশন হলে জাতীয় ফেডারেশন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা খোকন সেরনিয়াবাত।
সিনিয়র আইনজীবী কেবিএস আহমেদ কবিরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করীম। বক্তব্য রাখেন আনিস উদ্দিন আহমেদ শরীফ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস.এম.জাকির হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাসেম, দি ইউ সি'র সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা ও জাতীয় শ্রমিক জোটের আহবায়ক মোসলেম সিকদারসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল