রংপুর জেলা প্রশাসকের পুরাতন ভবনে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। ওই ভবনে তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে মেইন বক্সে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, বিদ্যুতের মেইনবোর্ডের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। আমাদের তিনটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তেমন কোনো ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/এমআই