বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, বাংলাদেশ আজ এ পর্যন্ত এগিয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের নতুন বরিশাল গড়ার শপথ নিতে হবে। আমরা নিজেদের মধ্যে দ্বন্ধ-সংঘাত করবো না। হিংসা করবো না- সেই শপথ আজ নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে করতে চাই।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার বেলা ১২টায় নগরীর দক্ষিন সদর রোডে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে মহানগর যুবলীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে সভায় খোকন সেরনিয়াবাত আরও বলেন, আমাদের উদ্দেশ্য যদি মহৎ হয়, আমরা যদি সম্মিলিতভাবে চেস্টা করি আমাদের কেউ ঠেকাতে পারবে না। যেমন পারেনি আমাদের জননেত্রীকে। আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনে আছি তাদের নতুন করে চেতনা জাগ্রত করতে হবে। এখানে ভালো নেতৃত্ব আসবে। সভায় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান বিসিসি’র নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত।
সভায় অন্যনান্যের মধ্যে নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, বলরাম পোদ্দার, মাহমুদুল হক খান মামুন, আনিস উদ্দিন শহীদ, শাহজাহান হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম