১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে ঝড়-বাদল আর জনতার আনন্দাশ্রুতে অবগাহন করে স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বুধবার বাদ মাগরিব কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। দোয়া পরিচালনা করেন মাওলানা আম্মাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ