নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের এক নেতা নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম রতন। তিনি আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশ দিয়ে রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক এসে রতনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় চিটাগাংরোডে সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) এ কে এম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই।পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি, নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। সড়ক ফাঁকা থাকায় চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ