রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। আটক কৃতরা হলেন- মো.মেহেদী হাসান ও মো. আল আমিন।
শনিবার রাত ১০টায় দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান জানান, আটককৃতরা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন