২১ মে, ২০২৩ ১৩:০৯

দারুস সালামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই কারবারি

অনলাইন ডেস্ক

দারুস সালামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই কারবারি

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। আটক কৃতরা হলেন- মো.মেহেদী হাসান ও মো. আল আমিন।

শনিবার রাত ১০টায় দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। 

পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান জানান, আটককৃতরা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর