প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুরে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা মো. মেহেদী হাসান সিদ্দিকী রনি উদ্যোগে শুক্রবার বিকেলে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর আওয়ামী লীগ কার্যালয় হতে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ মিলিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক পরিমল চন্দ্র রায়, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শামিম সর্দার, সাবেক সহ সভাপতি রোকনুজ্জামান সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ আবু হোসেন সাবেক, আদনান হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম আতিক, মেরিনুল মর্তুজা মেরিন, মোক্তার এলাহী মুরাদ, নাহিদ হাসান সাদ্দাম, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম আকরাম, হারাগাছ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জানা সরকার, আরিফুল ইসলাম আরিফ, মাহাবুল হক, প্রশান্ত রায় প্রমুখ।বিডি প্রতিদিন/হিমেল