২৮ মে, ২০২৩ ১৫:১১

খুলনায় কৃমিনাশক ট্যাবলেট খাবে তিন লাখ ৮০ হাজার শিশু

অনলাইন ডেস্ক

খুলনায় কৃমিনাশক ট্যাবলেট খাবে তিন লাখ ৮০ হাজার শিশু

ফাইল ছবি

আগামী ৪ থেকে ১০ জুন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে খুলনা জেলায় তিন লাখ ৮০ হাজার ৩০২ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

রবিবার (২৮ মে) এ উপলক্ষে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম এর সহযোগিতায় খুলনা সিভিল সার্জন কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় জানানো হয়,  আগামী ৪ থেকে ১০ জুন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে খুলনার দুইটি পৌরসভাসহ জেলার নয়টি উপজেলার দুই হাজার ৩০৩টি প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৮০ হাজার ৩০২ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা রয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, ডেপুটি সিভিল সার্জন ডা. এ এস এম কামাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, ডা. সাদিয়া মনোয়ারা উষা প্রমুখ।

সভায় সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর