রাজধানীর ধানমণ্ডি লেক থেকে অজ্ঞাত (১৪) এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিকালে এই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সাইফুল ইসলাম বলেন, ‘সকালে ধানমণ্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় বাইতুল আমান জামে মসজিদ-সংলগ্ন লেক থেকে পানিতে ভাসমান ওই কিশোরকে উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।’
সাইফুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই কিশোর লেকের পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি। পরে মৃতদেহ ভেসে উঠলে লোকজন থানায় খবর দেয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত