বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ৩৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নতুন বরিশাল বিনির্মাণে ১২ জুন নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে বাকি তিন প্রধান প্রতিদ্বন্দ্বী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
আজ বুধবার বেলা ১২টায় নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেনশন হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে খোকন সেরনিয়াবাত ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচিত হলে মহাপরিকল্পনার মাধ্যমে জনবান্ধব নগরী বিনির্মাণ, অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স পুনঃমূল্যায়ন করে কর ব্যবস্থায় শৃঙ্খলা আনায়নসহ ইশতেহার ৩৫টি প্রতিশ্রুতি দিয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।দায়িত্ব পেলে আগের মেয়রদের মতো উন্নয়ন কাজের পার্সেন্টেজ আদায় করবেন কিনা এবং সিটি করপোরেশনে প্রকাশ্য ঘুষ-দুর্নীতি রোধে কি পদক্ষেপ নেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খোকন সেরনিয়াবাত বলেন, আমি ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। আমি চাইবো না সিটি করপোরেশনে দুর্নীতি হোক। দুর্নীতি রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস সকালে ২২, ২৩, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডে গণসংযোগ করেন।
এ সময় বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের কঠোর সমালোচনা করে তাপস সাংবাদিকদের বলেন, সরকারের বিশেষ দুটি সংস্থা নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারা আওয়ামী লীগ প্রার্থীকে যে কোনোভাবে বিজয়ী করার ছক করেছে। মানুষ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশন এসব অপতৎপরতা বন্ধ না করলে জনগণ সমুচিত জবাব দেবে।
সকালে নগরীর বাকলার মোড় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
গণসংযোগকালে মুফতি ফয়জুল সাংবাদিকদের বলেন বলেন, শান্তিময় নিরাপদ নগরী বিনির্মাণে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। সরকার যদি গোপন ও প্রকাশ্য শক্তি ব্যবহার না করে, জনগণ যদি ভোট দিতে পারে তাহলে হাতপাখা বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী বলছে গত সাড়ে ৪ বছরে উন্নয়ন হয়নি। উনিও (নৌকা প্রার্থী) তো আওয়ামী লীগের প্রার্থী। উনি যে উন্নয়ন করবেন তার গ্যারান্ট্রি কি ?
সকালে নগরীর পলাশপুর এলাকায় গণসংযোগ করেন বিএনপি’র প্রয়াত সাবেক মেয়র পুত্র স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন।
এ সময় সাংবাদিককের রূপন বলেন, সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচিত হলে রোদ বৃষ্টি ঝড়ে সব সময় জনগণের পাশে থেকে সেবা করার প্রতিশ্রুতি দেন তিনি।
বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রে এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন।
বিডি প্রতিদিন/নাজমুল