৭ জুন, ২০২৩ ২০:১৫

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। 

বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিলটি রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে আব্দুস সালাম বলেন, গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাদের কারাবন্দী করা হচ্ছে। মামলায় জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হচ্ছে। বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে রাতের আঁধারে বাসা থেকে আটক করা হয়। পরে মজনু জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হয়।

তিনি বলেন, আর কতজনকে আটক করবেন। জেলে তো আর জায়গা হচ্ছে না। আপনারা তো (সরকার) আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। আর জাতি এই বন্দীদশা থেকে মুক্তি চায়। জনগণকে মুক্ত করতেই বিএনপির আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ চলমান আন্দোলনেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, নগর বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম, লতিফুল্লা জাফরু, আকবর হোসেন নান্টু, কমিশনার মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, আবদূল আজিজ, এম এ হান্নান, সাইফুল্লা খালিদ রাজন, নাদিয়া পাঠান পাপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর