রাত পোহালেই খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সড়কে নজরদারি বাড়িয়েছে ট্রাফিক পুলিশ। নির্বাচনী তফসিল ঘোষণার পর গত ১ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত সড়ক পরিবহন আইনে ৫ হাজার ৮৫৯টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
এতে জরিমানা ধার্য করা হয়েছে ৯৬ লাখ ৫৫ হাজার ৮৮০ টাকা। জরিমানা আদায় হয়েছে ৮৩ লাখ ২৪ হাজার ৯শ’ টাকা। আটককৃক যানবাহনের সংখ্যা ২ হাজার ৭১টি।
রবিবার মেটোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রবিবার ট্রাফিক বিভাগের অভিযানে ১১৭টি মামলা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলে ১০৫টি মামলা, ১২টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া বাস ২টি, ট্রাক ৩টি, পিকআপ ১টি, মাইক্রোবাস ১টি, প্রাইভেট কার ৩টি, মাহেন্দ্র ২টির বিরুদ্ধে মামলা হয়েছে।
অপরদিকে কেএমপি’র পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে কেএমপি বয়রাস্থ পুলিশ লাইনে নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং করেন। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/এএম