ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়লেন বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন। তার আঙুলের ছাপ মেলেনি। তবে প্রিজাইডিং অফিসার ভোট প্রদানের ব্যবস্থা করে দেওয়ার পর তিনি ভোট দিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্দুল মান্নান ডি ডি এফ মাদরাসা কেন্দ্রে ভোট দেন ইকবাল হোসেন।
এ সময় তিনি বলেন, আমার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে একটি পক্ষ নিরুৎসাহিত করছে। এছাড়া ভোট দিতে এসে আমার আঙুলের ছাপ মেলেনি। প্রিজাইডিং অফিসার ভোট প্রদানের ব্যবস্থা করে দেওয়ার পর ভোট দিতে পেরেছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম